প্রথম তাকবিরের সঙ্গে জামাতে নামাজ পড়ার ফজিলত

হজরত আনাস ইবনে মালেক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনে বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে প্রথম তকবিরসহ চল্লিশ দিন জামাআতসহ নামাজ আদায় করবে; তার জন্যে দুটি নিষ্কৃতি লেখা হবে। (ক.) জাহান্নামের আগুন থেকে নিষ্কিৃতি; (খ.) মুনাফেকি থেকে নিষ্কৃতি। (তিরমিজি)

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *